অহেতুক আবেগে গাঢ় হয়েছে পাঁজর,অতঃপর জ্বর
নেই খবর,স্নেহের সুতো ছিঁড়ে ফেলে বুক পকেট তোলপাড়..
মোমের মত পুড়েছ কত !
আপোসের কলমিক্ষেত খারাপি সোহাগ,যত!
এ জেদ গা বেয়ে নেমে যাক..


বক্ষে জড়িয়ে বৃক্ষ শত বছরের
মেনে নাও যন্ত্রনা তার অধিক
ঠাঁই দাঁড়িয়ে একাকী রোদ,ঝড়,ঝাপটায়..


নেমে এস আঙিনায়..
পাখির কুজন তুমি আমি দুজন,সামনে দাঁড়াই।


©সুমন