তুমি আমায় খুজতে এসে ছিলে কেনো ?
শুধু প্রয়োজন ছিল বলেই ?
তোমার উওরে নিঃঝুম শব্দের চুপচাপ নামে সমস্ত বিকেলে,
আর কবিতা রা স্মৃতি আঁকড়ে বেছে নেয় বেঁচে থাকা..বছরের পর বছর ।
ইদানিং রোজ রাতে কান্নার সাথে আলাপ হয়ে যায়..
কান্নারা হাসতে জানে না,
দুমরে মুচরে ভাঙতে জানে শুধু,
গুঁমোট আবছায়ার বদ্ধতাও জানে অনেক ।
তুমিও আমায় ভাঙবে জানি,
তবে আমি তো কবেই.......