বুড়ি হয়ে যাওয়ার আগেই
যেন ফিরে আসিস তুই ..
অন্তত ৪৭তম জন্মদিনে,
খানিকটা সুখ কিনে..
আমি হাজার খানা চিঠি জমিয়ে রাখব ঠিক,
তুই এসে যেন পড়ে নিস  সে সময় ।।


তোর কাছে নত হয়ে থাকা ,
বুকের মাঝে ক্ষত করে রাখা
কোনো এক হিমালয় ,
সন্ধ্যের অভিমান,নেই যার কোনো দাম,যদিবা গলে যায় তেজস্ক্রিয় আগ্নেয় বোমায় ।
নতুন সুর্য তবে উঠবে আধার শেষে
শিশির স্নাত ভোরে যেন তোর আবার জন্ম হয় ।।


আলমারি জুড়ে সাজাবো  কত !
এলো মেলো স্মৃতি অভিমান যত,
যে পথ বাকে ,হারিয়েফেলেছি তোকে,
সেই পথ ধরে চলে যাবো দূর,তোর সীমানায় ।


বুড়ি হয়ে যাওয়ার আগেই
যেন ফিরে আসিস তুই।
অন্তত ৫৪তম জন্মদিনে ।
খানিকটা দুঃখ কিনে..
আমি কান্নার শেষে দাঁড়াব এক গাল হেসে ,
তুই এসে যেন সামনে দাড়াস সে সময় ।।


শুভ জন্মদিন । ।