নাহ তুমি সুন্দর নও,
এক পৃথিবী পুরুষ তোমার জন্য পাগল হয়ে গেলেও,তুমি সুন্দর নও।
বরং রুক্ষ,শুষ্ক,মৃতপ্রায় বৃক্ষের স্বরূপ..
কিংবা,কোনো এপিটাফে লিখিত কর্কশ অক্ষর,
এক বুক যন্ত্রণা নিয়ে কেউ কোনদিনই সুন্দর হতে পারে না,বিষাদে আঙ্গুল মেখে কেউ কোনো দিন কাজল পড়ে না।


নাহ তুমি সুন্দর নও,
কোন সমীকরণে এক্স বিহীন জটিল রহস্য বরং..
সংরক্ষিত কোন প্রটোজোয়ার অন্তিম লগ্ন কিংবা তুর্কি আক্রমনের ইতিহাসে ফ্যাকাশে অধ্যায়..


নাহ তুমি সুন্দর নও,
এক লক্ষ আয়না তোমাকে মিছে কথাই বলেছে কেবল..
এক বুক মরা জল নিয়ে কোন নদী স্নানে নেমেছে কবে মোহনায় ?
সমস্ত অনুচক্রিকার মৃত্যু মেখে কোন রমণীর মুখ সাল্ললিও দেখায় ?


নাহ তুমি সুন্দর নও,সুচিবিদ্ধ শুন্যতা ঘনো,
অনভ্যস্ত রত্ন খচিত দামি নকশার কফিন সম,
ভূমিকম্পের মতো আঘাত অতল কিংবা
কোনো নিশাচরি মহাকাশচারীর ঘরে ফেরার ছল।
এই সকল প্রসাধনী,আলগোছের সুনামি তোমাকে কি মানায় ?


''এই সমস্ত বেদনার ওই পারে,কোনো এক বিকেলি ছেলেবেলায় হাত ভর্তি বনফুল কুড়িয়ে এনে বলব কখনো "
'নাহ তুমি সুন্দর নও,বরং সুন্দর থেকে শতাধিক সুন্দর'


©সুমন