তারপর কে যেন জীবন টাকে ছুড়ে ফেল দিল আমার জানালার পাশের কঁচুবোনে, জীবন এর কোন কান্না ছিলনা চোখে...


কতোগুলো জীবন রেখে এসেছি ছেলেবেলার টুকটুকীদের বাড়ির পেয়ারা তলায় ।
আর একটা জীবন মৌসুমি মাসির সাজবাক্সে ।
বৃষ্টির সাথে বৃষ্টি ভিজে একটা জীবন এমনিই ফেলে দিয়েছিলাম হীরুর দোকানের সামনের নর্দমায় ।
দুমাস আগে আরো একটা জীবন ঝুলতে দেখেছি দুঁখুর মায়ের গলার দঁড়ীর সাথে । যাক গে ওসব কথায় কাজ নেই ,এই নাও তোমাকেও একটা জীবন দিলাম স্মৃতির আলমারিতে তুলে রেখে দাও চুপিচুপি।