আমাদের অভ্যেস গোপন ..
অভিমানে বিরাট সমুদ্র এক ।
দূরত্বের ট্রেনে উঠে বসেছো তুমি,
জানালা দিয়ে মুখ বাড়ালেই খসেখসে পড়ে যন্ত্রনা ।
ফেরিওয়ালারা বাক্স বন্দি করে  বিক্রি করছে স্মৃতি ভালোলাগার,যন্ত্রণার,হাসি কান্নার,দু এক পয়সায় ..


পারলে ছেলেবেলার ছোট্ট সাইকেল চড়ে রাস্তা হারানোর শেষে কান্না ঘেরা স্মৃতি টুকু কিনে এনো আমার ।


রাগের পাহাড়ে উঠে কি কি পেলে লিখে পাঠিও আমায় !
শুনেছি একটা বেদনার নদী বয়ে গেছে তোমার আমার রাগের পাহাড়ের মাঝ খান দিয়ে !
সমস্ত উপত্যকা জুড়ে অভিমানী বৃক্ষের বৃহৎ এক অরণ্য,আর থোকা থোকা নানা বিধ বিচ্ছেদি ফুল ..


আর কি কি আছে জানিও ।
সুখ পাখীদের বাসা খুঁজে পেলে একটা ছবি তুলে পাঠিয়ে দিয়ো আমায় !
চাইলে দু জোড়া ভালোবাসার চারা গাছ তুলে এনো সঙ্গে করে,উঠোনের বাম দিকের খোলা তফাতে পুতে দেবো সন্ধ্যে বেলায় ।