শিলাবতীতে বন্যা এলো, তলিয়ে গেল পাড়া
বানভাসি সেই মানুষজন কেমন আছেন তারা?
জমির ফসল নষ্ট হল, ভাঙলো ঘর বাড়ি।
স্বজন হারানোর শোক ভুলতে কি আর পারি?
তবুও তো শরৎ আসে শিশির ঝরে ঘাসে।
কাশের শোভায় মেঘের ভেলায় মহামায়া আসে।
মা আসেন সন্তানদের সাহস দিতে মনে।
নব শক্তির প্রাণ সঞ্চার ছড়ায় ভূবনে।
মা আসেন ত্রান শিবিরে অন্নপূর্ণা হয়ে,
সন্তানরা কেমন আছেন জীবন জ্বালা সয়ে।
এলাকাবাসীর লড়াই আর মায়ের আশীর্বাদ
এই বছরে রক্ষা পেল প্রতাপুপুরের বাঁধ।
দুর্গতিনাশিনী মা আর দিও না বান
আর কেড়ো না অবলা এই সন্তানদের প্রাণ।
হৈমন্তী মা আমার ফসল দিও ঘরে
নৈবদ্য সাজাতে হবে পুজার থালার পরে।
আর ভেঙো না ঘরবাড়ি আর কেড়ো না প্রাণ
দশ হাতে মা সন্তানদের করো অভয় দান।