৫ই জুন হলো পরিবেশের দিন।
বাকি ৩৬৪ দিনই আমরা উদাসীন।
জেনেভা, রিও, কিয়োটো কিংবা মন্ট্রিলে,
আলোচনা শুধু থেমে যায় চায়ের টেবিলে।
এক দেশ খুঁজে বেড়াই অন্য দেশের ভুল,
পরিবেশ বিজ্ঞানীরা ছেঁড়েন মাথার চুল।
গ্রীণ হাউস গ্যাসে ভূলোক যাচ্ছে ভরে,
রাষ্ট্রের দোষ ঢাকা পড়ে শুধু টাকার জোরে।
গরম হচ্ছে বিশ্ব আর মেরুর বরফ গলছে,
বাড়ছে জলস্তর এটা বিজ্ঞানীরা বলছে।
তেল-কয়লা পুড়িয়ে চলে সভ্যতার চাকা।
বাড়ছে নগর-উন্নয়ন, বন হচ্ছে ফাঁকা।
যে পরিবেশে বাস করি সেটাই করছি নষ্ট,
জ্ঞানপাপীরা তাও বুঝিনা বসুন্ধরার কষ্ট।
গাছ বাঁচলে বাঁচবে জীবন, বাঁচবে পরিবেশ,
শিশুর বাসযোগ্য হবে পৃথিবীর সব দেশ।
জীব বৈচিত্র্য ধ্বংস হচ্ছে প্লাস্টিক ক্যারি ব্যাগে,
এই পৃথিবীর কল্যাণ তাই প্লাস্টিক ত্যাগে।
আসুন সবাই গাছ লাগাই, গাছ বাঁচিয়ে রাখি,
বসুন্ধরার বুকে সবাই মিলে মিশে থাকি।