এই কবিতা তাদের জন্য যারা পড়েছে প্রেমে,
কিংবা যাদের প্রেম গিয়েছে মাঝ রাস্তায় থেমে।
যে ছেলেটা প্রেম হারিয়ে বালিশে মুখ গোঁজে
যে প্রেমিকা চোখের তারায় মুক্তোর সুখ খোঁজে।
যে প্রেমিকা মুঠো ফোনে আবেগে রাত জাগে,
আর রাধার বুকে উঠলে ব্যাথা, কৃষ্ণেরও লাগে।
অষ্টাদশী যে মেয়েটা বাইকে চাপার সুখে,
পথ হবেনা শেষ জেনে, মুখ রেখেছে বুকে।
মেট্রো রেলে উষ্ণ প্রেমে ঈর্ষা ছড়ায় কারা?
নীতি পুলিশ থোড়াই কেয়ার, প্রেমে পড়েছে যারা।
প্রেমের টানে সদ্য কিশোর বাইকে দেয় লিফট,
পকেট মানির ষষ্টি পুজো – ভ্যালেন্টাইন গিফট।
কহেন কবি প্রেমের মরা জলে ডোবে না,
আর, প্রেম সলিড থাকলে জেনো যমেও ছোঁবে না।
ফেসবুকেতে অচিন পাখির প্রপোজালে কাবু,
ছদ্ম প্রেমিক আসলে ছিল পাশের বাড়ির বাবু!
বেশ করেছি প্রেম করেছি, কেস খেয়েছি প্রেমে
বারে বারে পড়বো প্রেমে, কি হবে আর থেমে?
পার্কে বসে প্রেমিক যুগল, সামনে ধরা ছাতা,
ভরসা থাকুক লুডু খেলায়, বাঁচুক লজ্জার মাথা ।
পড়াশোনা উঠলো লাটে, সূর্যি গেলো পাটে।
রেস্টুরেন্টের বিল মেটাতে বাপের পকেট কাটে।
প্রেমে বাঁচুন, ঝেড়ে কাশুন ছেলে থেকে বুড়ো,
একঘেয়েমি জীবনধারায় ছড়ান প্রেমের গুড়ো।
দিবানিশি পরকীয়ায়, সেলফোনে তাই লক,
মধ্যবিত্তের মাঝবয়সে এটাই চেনা ছক।
প্রেমের জালে, গোলেমালে, ছবি হোয়াটসঅ্যাপে,
ভাইরাল হয় নিউড ছবি কমিউনিকেশন গ্যাপে।
সাবধানে তাই প্রেম করুন সব দেখে শুনে,
“নকল হইতে সাবধান” হোন, পা ফেলুন গুনে।