সিধু কানু চাদ ভৈরব শক্তি দিয়ো আজ।
লাচতে যাবক হুল দিবসে গুছিয়ে ঘরের কাজ।
মাথায় নিয়ে কলসী ঘটি রংবেরং-এর ফুল;
মাদল তালে লাচতে যেন হয়না মোদের ভুল।
এদিনটোতে বাপ ঠাকুরদারা ভগনাডিহিতে;
দাঁড়িয়ে ছিল তীর ধনুক আর বল্লম নিয়ে হাতে।
ভয় পেয়ে যায় কামান গোলাও যদি বাঁধা যায় জোট।
মারাংবুরুর শক্তিতে আজ আবার জেগে ওঠ।
জেগে উঠল সিংভুম আর সান্তাল পরগনা।
সেদিনটোকে ভুলতে যে মোরা পারবোক না।
মহাজন, জোতদার দিখু আর ইংরেজ;
সবাই সেদিন দেখে ছিল সাঁওতালদের তেজ।
কামান গোলায় প্রাণ দিয়েছি - দিইনি মোদের মান।
হারিয়ে গেছে সর্বস্ব - হারায়নি সম্মান।
শিখিয়েছিল সিধু কানু প্রতিবাদের ভাষা।
সেটাই মোদের বেঁচে থাকার একমাত্র আশা।