এক কন্যা মায়ে ঝিয়ে বাসন মাজে রোজ
এক কন্যা পাড়া থেকে হয়েছে নিখোঁজ।
এক কন্যার রেড লাইটে রাতের পরে রাত,
এক কন্যার রুক্ষ বেশে ভিক্ষে চাওয়া হাত।
এক কন্যার শৈশবেই সিঁদুর রাঙ্গা মাথা।
হারিয়ে গেছে শৈশব আর ছবি আঁকার খাতা।
এক কন্যা পাচার হল নায়িকা হওয়ার নেশায়,
সে আছে এখন নাইট ক্লাবে নর্তকীর পেশায়।
এক কন্যা বন্দী এখন ইভটিজারের ভয়,
তার নাকি আর স্কুলে যাওয়া মোটেও উচিৎ নয়।
এক কন্যা অ্যাসিড হানায় হারিয়েছে তার রূপ,
মিডিয়া আর সমাজের ভয়ে সে হয়েছে চুপ।
এক কন্যা ধর্ষিতা হয় আঁধার রাতের কালোয়,
গলায় দড়ি নিল কন্যা পরিবারের ভালোয়।


এল সুদিন সেই কন্যার কন্যাশ্রীর আলো।
সব কন্যার বুকে আজ আশার আলো জ্বালো।
শিক্ষা দিয়ে সাহস দিয়ে ভরাও তাদের বুক,
সব ঘরেতেই কন্যাশ্রী, সবার হাসি মুখ