দেশকে স্বাধীন করতে গিয়ে দিল যারা প্রাণ,
দেশকে ভাল বাসবো মোরা, রাখব তাদের মান।
নেতাজী সুভাষ, গান্ধীজী আর বিপ্লবী শত শত,
দেশ মাতাকে করত পূজা আপন মায়ের মতো।
কত রক্ত, কত প্রাণ আর কত কষ্টের বিনিময় –
স্বাধীনতার স্বাদ পেয়েছি – দেশ মাতার জয়।


এসব যেন কথার কথা, বাস্তবটা ভিন্ন।
কেবল, ইতিহাস বইয়ের পাতায় আছে স্বাধীনতার চিহ্ন।
পঞ্চাশ বছর পেরিয়ে এসেও ভাত পেলনা সবে,
ভারত নাকি জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে।
ভারত মাতা একলা জেগে, ঘুমিয়ে আছে দেশ।
বিল্পবীদের দেখা স্বপ্ন, হয়ে গেছে শেষ।
গান্ধী, সুভাষ, মাতঙ্গিনী আবার এসো ফিরে,
স্বাধীনতা হারিয়ে গেছে ঠকবাজদের ভিড়ে।
ভাত কাপড়ের স্বাধীনতা দাও ফিরিয়ে আজ,
শত কোটি ভারতবাসী চাইছে সবাই কাজ।
স্বপ্ন দেখাও দেশ গড়ার – সব পেয়েছির দেশ,
তৈরি হোক নতুন ভারত – সব আঁধারের শেষ।