এবার মাগো সাজিয়ে দে মা, বিপ্লবীর সাজে।
পরাধীনতার গ্লানি বুকে দামামা হয়ে বাজে।
পড়াশোনা ভাল্লাগেনা, করবো স্বাধীন দেশ।
স্কুলের পোশাক খুলিয়ে দে মা, পড়বো রণবেশ।
ভারত মাতা কাঁদছে মাগো, মোছাবো চোখের জল,
তুই মাগো তাই বিদায় দে আজ, দে মা শক্তি-বল।
ধরুক সেপাই, মারুক লাঠি, নতুবা হোক মোদের ফাঁসি।
সব কষ্ট সইবো মোরা, ফোটাবো ভারতমাতার হাসি।
আমি আছি মা দুধে ভাতে, দেশের বড়ই কষ্ট।
শাসন – শোষণের যাঁতাকলে হচ্ছে অনেক অনিষ্ট।
বিদায় মাগো চলি এখন পথ যে অনেক বাকী,
দেশ মায়ের বিপদে কেমনে ঘরে বসে থাকি?