এক দুর্গা তালিবানে অ্যাসিডে হারায় চোখ,
সেই দুর্গার স্বপ্নগুলো আজকে সফল হোক।
এক দুর্গা বোরখা পড়া, থাকে অন্তঃপুরে;
মুক্ত পাখি মেলুক ডানা তার হৃদয় জুড়ে।
চতুর্দশী হলো দুর্গা, ঠিক হল তার বিয়ে,
স্কুল ছেড়ে ধরল হেঁশেল শ্বশুড় বাড়ি গিয়ে।
এক দুর্গা কন্যা ভ্রূণেই পেটের মধ্যে খুন।
সদ্যজাত এক দুর্গার জুটল গলায় নুন।
এক দুর্গা লুট হয়ে যায় সাঁকোর পারে ঝোপে;
শেষ রাতে খুন হয় সে চপারের কোপে।
এক দুর্গা দিবারাত্র অত্যাচারের শিকার;
শ্বশুড় বাড়ির নির্যাতনে হারায় সব অধিকার।
এক দুর্গা রেড লাইটে, আগুনে পুড়ে খাঁটি।
শরীর বেঁচে পূণ্য করে বেশ্যা বাড়ির মাটি।
সেই দুর্গারা মালালা হোক, উঠুক জ্বলে আজ।
সেই দুর্গা ভুলিয়ে দিক এই সমাজের লাজ।
সেই দুর্গা তসলিমা হোক, হোক সানিয়া-সাইনা;
এই দুর্গাদের দুর্গতি আর সহ্য করা যায়না।
সে দুর্গারা মেধা পাটেকর, মন্দ্রাক্রান্তা সেন;
সে দুর্গারা এদের জন্য কলম ধরেছেন।
এ দুর্গাদের রক্ষা করো; দিও বাঁচার শক্তি;
মাগো তোমায় করি পুজো দিয়ে শ্রদ্ধা-ভক্তি।