রথে বসে দেবদেবীরা, ঘুরছে রথের চাকা,
পথের ধারের ন্যাংটো শিশুর দুধের গেলাস ফাঁকা।
রথ চলেছে তরতরিয়ে, পথে জনতার ঢল,
পথশিশুদের ক্ষিদের জ্বালায় চোখ করে ছলছল।
দুধের স্নানে জগন্নাথ, দেদার ফল আর ফুল,
পথশিশুরা বুঝলোই না কোনটা তাদের ভুল।
নতুন পোষাক জগন্নাথের, ঝালর পাখার হাওয়া,
পথশিশুর সকাল থেকে জোটেনি আজ খাওয়া।
রাস্তা ঝাটায় ভক্তকুল রথের আগে আগে,
পথের ধুলো পথের পাশে ঝুপড়িতেই লাগে।
বিজয়রথ ছুটছে জোরে, উলু-শাঁখের ধ্বনি,
কাঠের পুতুল জগন্নাথই সবার মধ্যমণি।
শিশুর কান্না চাপা পড়ে ভক্তি কলরবে,
এমন করেই রথ চলেছে, এমনই সব রবে।
টানছে সবাই রথের রশি, হবে অনেক পুণ্য,
পথশিশুর ভাতের থালা কেন আজ শূন্য?
শিশু ভাবছে রথ থেকে জগন্নাথই বলুক –
রথের সাথে পথশিশুর পেটটাও আজ চলুক।
জগন্নাথ নির্বাক তাই বলেনি আজ কিচ্ছু।
ভক্তগণের চোখে তাই পথশিশুরাই বিচ্ছু।