ফাটছে চাঁদি খুব গরমে ব্লাড ব্যাঙ্কে রক্ত শেষ,
ভোটের বাজার বড্ড গরম, আন্দোলনে ব্যস্ত দেশ।
থ্যালাসেমিয়া বাড়ছে দেশে, কমছে স্বেচ্ছা রক্তদান।
সবাই মিলে এগিয়ে এসে বঁচিয়ে তুলুন রোগীর প্রাণ।
থ্যালাসেমিয়ার বাহক কিনা বিয়ের আগেই হোক নির্নয়।
দুজনেই বাহক না হলে, জেনে রেখো তুমি নির্ভয়।
রক্তদান হৃদয়ের দান, বিনিময়ে কোনো উপহার নয়।
তোমার রক্ত কোনোদিন যেন পণ্যতে পরিনত না হয়।
সামনে আসছে ১৪ই জুন, বিশ্ব রক্তদাতাদের দিন।
সেদিন চলুন রক্তদিয়ে শোধ করে আসি রক্তঋণ।
দেশের সকল ব্লাড ব্যাঙ্কেই এই দিনটি পালিত হয়।
এদিন থেকেই হোক বোধোদয় , রক্তদানে আর ভয় নয়।
তোমার রক্তে প্রসূতি বাঁচুক, বাঁচুক হাজার রোগীর প্রাণ।
জীবন বাঁচিয়ে সার্থক হোক, আজকে তোমার রক্তদান।
রামের রক্তে রহিম বাঁচুক, মানবতার হোক আজ জয়।
রক্তদানে উদারতা বাড়ে, মনটা আরও শক্ত হয়।
রক্তের অভাবে ভুগছে আজও শিক্ষিত এই স্বাধীন দেশ,
ব্লাড ব্যাঙ্কে গেলেই শুনি "রক্ত নেই - রক্ত শেষ"।
রক্ত দিলে কেউ মরেনা, শরীরের কোনো হয়না ক্ষতি,
রক্তদানে তবুও কেন পোড়া দেশে এ দুর্গতি?
শিক্ষিতরাও পিছিয়ে আসে, সূচ দেখলে বড্ড ভয়,
অথচ, ধূমপান আর মদ্যপানে জীবন তাদের হচ্ছে ক্ষয়।
আমার রক্ত তোমার রক্ত কোনোদিন তা পণ্য নয়,
সঞ্জীবনী রক্ত মোদের জেনো তা নগন্য নয়।