"তখন শৈশবকাল,
গুরুজনে ভক্তি,শ্রদ্ধা বিশাল,
বেঁচে থাকো,বড় হও -
আশীর্বাদে ভরেছিল বুক,
বুঝিনি বুকের কোণে,
বেড়ে ওঠা,
সুখ সুখ অসুখ ।
তখন কৈশোর,
দুরন্ত বেলা বন্দী,
বইয়ের পাতায়,
আশীর্বাদে মাথা নত,
প্রতিনিয়ত,
স্বপ্ন আঁকা নির্জনতায় ।
তারপর যৌবন,
পদে পদে ভয়,
তবু হাতে বিদ্রোহের মশাল,
জেনে রেখো প্রিয় তুমি,
এইতো সময়,
হার না মানা কাল....."