আমিতো এখানে ঠায় বসেছিলাম
-তবে আগুন জ্বাললো কে?
পাটের গুদামঘরে আমিতো যাইনি
-তবে আগুন জ্বাললো কে?
আপনি ভাবছেন আগুন আমি জ্বেলেছি?
-তবে আগুন জ্বাললো কে?  
এইখানে আপনিও আছেন,তাতে কি হল?
-তবে আগুন জ্বাললো কে?


পাটের গুদামঘরে আগুন জ্বলছে ।
দৃশ্যমান আগুন ।
সাপের জিহবার মতো লকলকে আগুনের শিখা
কুণ্ডলী পাকিয়ে বিষাক্ত ছোবলে
নিঃশেষ করে দিচ্ছে আপনার অহংকার,দম্ভ ।
আপনার সমগ্র শরীরে,রক্তে,মাংসে,ধমনীতে
আগুনের বিষ ছড়িয়ে যাচ্ছে ।
জ্বলছে পাটের গুদামঘর ।আপনিও জ্বলছেন ।
বুঝতে কি পারছেন আগুন জ্বললে কেমন লাগে!
কতটা বিশ্রী রকমের ভয়ংকর হতে পারে আগুন!
আগুনে দগ্ধ হলে কতটা কষ্ট হয়
আমার চেয়ে ভালো কে বুঝবে আর!


যখন বুকের ভিতরে দাউদাউ করে জ্বলছিল
অদৃশ্য আগুন ।আমার
হৃদয় পুড়ে ছাই
স্বপ্ন পুড়ে ছাই
জীবন পুড়ে ছাই!
আজ আমি জীবন্ত ছাইয়ের কালো পাহাড়!
আমার আকাশে আকাশকম্প হয়ে
সব তারা খসে পড়লো!
আমার ভূখণ্ডে বজ্রপাতে সব মাটি পুড়ে গেলো!
আমার সাগরের সব জল আগুনে পুড়ে বাস্প হল!
এবার আপনিই বলুন
আগুন জ্বাললো কে?