কারখানার কালো ধোঁয়া,ইঞ্জিনের দীর্ঘশ্বাস,
তোদের ছেড়ে দেয়া বিষাক্ত নিঃশ্বাস
থেকে যতো কার্বন ডাই অক্সাইড সব নিয়ে,
                             দিলাম অক্সিজেন।
অবশেষে কুড়ালের কোপে চুকিয়ে দিলি
                                  সকল লেনদেন ।
আমার ডালে দোলনা বেঁধে খেয়েছিলি কতো দোল,
হাসি আর গানে নতুন মুখে ফুটেছে নতুন বোল,
দুঃখ পেয়ে আমার কাছে বলেছিলি মনের কথা,
সব ভুলে আজকে দিলি এমন দারুন ব্যথা!
ফুল,ফল,ছায়া,কত মায়া!সব কিছুর ঋণ,
আজকে এলো পরিশোধের দিন!
প্রাণ সেতো আমারও আছে, প্রাণ ধারনের জন্য
                                করিনাই কাউকে বধ।
তোদের প্রাণের এতো চাওয়া!লেগে যায় পৃথিবীর সব!
তোদের মতো করতে পারিনা ছল,দেখাতে পারিনা ক্রোধ,
আমার উত্তরসূরি দিয়ে যাবে ফুল-ফল,নেবেনা প্রতিশোধ।
তবু শেষ বিদায়ের আগে অভিমান করে এটুকু বলে যাই,
পৃথিবীতে আবার যেন বৃক্ষ হয়েই জন্মাই।