আমি কোন কিংবদন্তীর কথা বলছিনা
আমি আমার মতো মানুষের কথা বলছি
আমি আমার কথা বলছি ।
আমার মুখে মধু মাখা নাই
কথায় বশীকরণ করতে পারিনা কেউকে
আমার কোন জাদুমন্ত্র শেখা নাই
আমার পক্ষে কেউ থাকেনা
বিপক্ষে দাঁড়ানোর মানুষের অভাব নাই
আমার দিকে কারও দৃষ্টিপাতে আমি
আতংকিত হয়ে উঠি-কেননা
বিগত দিনের অভিজ্ঞতায় বুজেছি
আমার প্রতি কারও সুদৃষ্টি যতটা পরেছে
তার চেয়ে কুদৃষ্টি পরেছে ঢের বেশি ।
আমি কোন কিংবদন্তীর কথা বলছিনা
আমি আমার মতো সাধারণ মানুষের কথা বলছি
আমি আমার কথা বলছি ।
আমার প্রশংসা মানে অন্য কেউকে উজ্জীবিত করা
আমার প্রশংসা মানে হিংসার উত্তাপ ছড়ানো
আমাকে কেউ কাছে ডাকলে সন্দিহান হয়ে পড়ি
জানিনা কোন অপরাধে কি শাস্তি অপেক্ষামান
কেউকে গৌরবের কথা বললে লোকে বলে
নিজের ঢাক নিজেই পেটায়
কষ্টের কথা বললে লোকে বলে
আস্ত পাগল, বোঝেনা কিছুই
একটা জায়গায় সমানে সমান
এখানে আমার কোন সুখ নেই,কষ্ট নেই
কারও কাছে কোনদিন রাখতে পারিনি
ভালোবাসার দাবী
কেউ আমাকে বলেনি,ভালবাসি ।
আমি কোন কিংবদন্তীর কথা বলছিনা
আমি আমার মতো অভাগা মানুষের কথা বলছি
আমি আমার কথা বলছি ।