এক মানব  
যার ভিতরে বাস করে হাজারো মানব ।  
এক মানব
যার ভিতরে বসতি গড়ে হাজারো দানব ।  
এক মানব
নিজের ভিতরে বহন করে হাজারো সত্তা,কর্তৃত্ব ।  
এক মানব
নিজের ভিতরে লালন করে হাজার জনের অস্তিত্য ।  
এক মানব
যার ভিতরে বহুপক্ষের যুদ্ধের ময়দান ।
এক মানব
যার ভিতরে কান্না,হাসি,বিচ্ছেদ,ঐক্যতান ।
এক মানব
কখনও কৃষক,বৈজ্ঞানিক,সাহিত্যিক,কিংবা দার্শনিক ।
এক মানব
অসীম দয়ালু,নির্দয়,নিষ্ঠুর আবার প্রেমিক ।
এক মানব
বিস্ময় জাগানিয়া দুর্দান্ত প্রতিভাবান ।
এক মানব
হতাশায় নিমজ্জিত ডুবন্ত নৌযান ।
এক মানব
গনগনে জ্বলন্ত সূর্য মধ্য গগনে ।
এক মানব
অন্ধকারে গুপ্ত কোণে আনমনে ।
এক মানব
সব ভেঙ্গে সৃষ্টি করে অভিনব ।
এক মানব
আঁকড়ে ধরে পুরাতন, অর্থ-বৈভব ।
এক মানব
ধারণ করে সাত সমুদ্র তের নদী ।
এক মানব
কুয়োর জলে সাঁতার কাটে নিরবধি ।
এক মানব
জোস্না রাতের আকাশের মিটিমিটি ধ্রুব তারা
এক মানব
আপন খেয়ালে নিজের মনে আত্মহারা ।
এক মানব
প্রতিবাদী এক লড়াকু সৈনিক তীব্র ঝড়ের ।
এক মানব
ভীতগ্রস্থ পলাতক দুর্বল চিত্তের ।
এক মানব
অস্রের ঝংকার জ্বলন্ত আগ্নেয়গিরি ।
এক মানব
ঘুমন্ত শিশু শান্ত জলে প্রমোদ তরী ।
এক মানব
বিপ্লবে,বিক্ষোবে,রোষানলে পুড়ে ছাই-বোঝেনা কেউ ।
এক মানব
ফুরফুরে বাতাসে সবুজ ঘাসের বনে উত্তাল ঢেউ ।
এক মানব
মহাপুরুষের আবির্ভাবের মহালগ্নের প্রতীক্ষায় ।
এক মানব
ধ্বংস হয় তার ভিতরের অমানুষের তৎপরতায় ।
এক মানব
অমরত্বের চিহ্ন রেখে মিলিয়ে যায় দূর আকাশে ।
এক মানব,
অসংখ্যবার মৃত্যুর মুখোমুখি মৃত সত্তার আত্তপ্রকাশে ।।