কোন কাজ ফেলে রাখবোনা
তবু দিন শেষে সব থাকেই বাকি।
খুব সকালে উঠবো ভেবে
দুপুর নাগাদ শুয়েই থাকি।
ধাক্কা খাই বারে বারে
তবু সামনে আগাই পিছনে ফিরে।
অনেক যত্নে গড়া সখের স্বপ্নে
ভেজাল মেশাই ধীরে ধীরে।
আঁধারে পাওয়া উপলব্ধি
আলোতে ফেলি হাড়িয়ে।
দু-তিন পা পিছনে যাই
সামনে এক পা বাড়িয়ে।
দ্বিধা-দন্দে কিংকর্তব্যবিমুর হয়ে
সিদ্ধান্তহীনতায় করি বসবাস।
সোজা পথে চলার শপথে,বিস্ময়বোধক চিহ্ন এঁকে
বাঁকা পথেই ছাড়ি দীর্ঘশ্বাস!