হুজুর,হতদরিদ্র আমি,বউ বাচ্চা নিয়ে
বড্ড কষ্টে দিন কাটে,খেয়ে না খেয়ে
সারাদিন হাড় ভাঙা খাটুনি,মজুরি যে বেজায় কম
পোলাডার শরীর ভালো নাই,চিকিৎসা প্রয়োজন
একটু যদি হাত খুলতেন,হাওয়া লাগতো পালে
হাত খুললেন হুজুর,কষে থাপ্পর দিলেন গালে
আমার দুর্বল শরীরে আচানক আঘাতে
মাথা ঘুরে পড়ে গেলাম,বিনা মেঘে বজ্রপাতে
বহু কষ্টে উঠে দাঁড়ালাম,কেঁদে কেঁদে বললাম
শরীরে দুইদিন তাপ বেড়েছে-তবুও কাজে আসলাম
নিজের কষ্ট যেমনই হোক,পোলাডার কষ্ট
সহ্য করা যায়না,মাথাডাই নষ্ট
কি বলতে কি বলেছিলাম,মাপ কইরা দেন
হাত খুলবার দরকার নাই,বন্ধই রাখেন
হাত মুঠি করলেন তিনি,ঘুষি কষলেন নাকে
কি এমন দোষ করলাম!কেন মারছেন আমাকে?
-যা চেয়েছিস তাইতো দিলাম,তবুও প্রশ্ন করিস!
শালা-ছোটলোকের বাচ্চা,এজন্যই তোরা না খেয়ে মরিস
-হুজুর আমি ছোটলোক,সবইতো আপনি বোঝেন
আপনিইতো মা-বাপ,মাপ কইরা দেন
-গোলামের ঘরের গোলাম,বান্দির বাচ্চা
পোলাডারেও কামে আনিস,মনে রাখিস কথাডা ।