১।


যে টাকা ভালবাসে,
টাকা তার কাছে ছুটে আসে।


২।


তুমি টাকার পেছনে পেছনে ছোটো,
টাকা তোমার সামনে সামনে ছোটে।
অতঃপর টাকা ক্লান্ত হয়ে ওঠে ।
তখনও যদি শক্তি থাকে অবশিষ্ট ,
তখন টাকা তোমার ভাগ্যে (?) জোটে ।


৩।


টাকা কারো আপন নয় ,
টাকা কারো পরও নয় ,
টাকা যার কাছে রয় ,
টাকা তার কথা কয় ।



৪।


টাকাঃ
শাপ হয়ে কাটে, ওঝা হয়ে ঝাড়ে,
আলো হয়ে পথ দেখায়,অন্ধকারে মারে।



৫।


আয়রে টাকা কাছে আয় ,
অভাব আমায় ছিঁড়ে খায় ।


৬।


টাকার আছে অনেক গুন ,
টাকার আছে অনেক দোষ ,
টাকারে যে বুঝতে পারে ,
তার থাকেনা আপসোস ।


৭।


টাকা ছাড়া বেঁচে থাকা দায় ,
টাকা ছেড়ে মরতে কে চায় !