সুতির শাড়ি ছিলোনা তার পড়নে,
পড়নে ছিল জিন্স আর শর্ট শার্ট।
লাল ফিতায় বাঁধা ছিলোনা তার
                      চুলের বেণি,
ছিল তার আপার বব কাট।
লজ্জায় নত ছিলোনা তার দৃষ্টি,
ঘোমটা দিয়ে ছিলোনা ঢাকা মাথা,
চোখের কোণে ছিল তার রিং পরা,
ঘাড়ে ছিল অদ্ভুত উল্কি আঁকা।
পায়ে ছিলোনা আলতার কারুকাজ,
হাতে তার ছিলোনা কাঁচের চুড়ি,
পায়ে তার হাই অ্যাঙ্কল শু,
ছিল তার ব্রেসলেটে আঁকা ছুরি।
অপমানে কেঁদে ভাসায় না সে বুক,
দুঃখে-কষ্টে আসেনা গায়ে জ্বর,
আলোর চেয়ে দ্রুতগতির তার কথা,
আচম্বিদে মেরে দেয় গালে চর।
গাছের পেয়ারা খায়না সেতো পেড়ে,
তার প্রিয় ইয়াবা,সিগারেটের সাথে
                   হুইস্কি গ্লাস ভরা।
সত্যি বলতে তারেই লেগেছে ভালো,
যে ছিল সুতির শাড়ি পরা।।