আর মন ছুঁয়ে যায় না উজ্বল প্রভাত আলো
দেহ তো জুড়িয়ে যায় না স্নিগ্ধ শীতল বাতাস
দৈনিক জীবনযুদ্ধে সপে দেয় ক্লান্ত দেহ
একরাশ হতাশার আলিঙ্গন
এই তো আমি


আর তো নীলাকাশ ডাকে না হাতছানি দিয়ে  
স্তূপীকৃত মেঘ তো আর হয় না নয়নাভিরাম
দুশ্চিন্তার অতল জলে পাওয়া যায় না তল
নিদারুন এক দুঃস্বপ্ন ছাওয়া  
সেই তো আমি


ইলিশগুড়ি বর্ষণে আর ভিজে যায় না হৃদয়  
অস্তমিত দিনমনিও কিছু মনে করায় না
সেই আমাতেই আমিকে খুঁজে ফেরার চেষ্টা  
কল্পনার জগতে উড়ন্ত পাখি
এই কি আমি?


চাঁদের আলোয় গা ভিজিয়ে আসে না তৃপ্তি
জোনাকির মিটিমিটি হৃদয়ে বাজে না সুর
হৃদয়ে নিস্তব্ধ মরুভূমির কালো ছায়া সম
ভয়াল রাতের অমোঘ ইশারা
হয়তো আমি


দিন যায় রাত আসে, আসে আর এক দিন
মোহের মাঝেই ঘোরাফেরা এ কোন মায়া
কত প্রশ্নই এলো গেলো, উত্তর তো নেই
হৃদয়ে হৃদয় শুন্যতার হাহাকার
আমাতেই আমি