হেঁটে বেড়াই
জোনাকিরাও তাকিয়ে দেখে না


হ্যাঁ রে একটু বসতে দিবি তোর পাশে?
যদি একটু বসতে দিস
অসময় বলে কিছু নেই
নিতান্ত সাদামাটা
দিনের জঙ্গলেহ্যাঁ রে একটু জায়গা দিবি তোর জগতে?
যদি একটু থাকতে দিস
প্রতিভা বলে তো কিছু নেই
খুবই সাধারণ
সাগর-বালুচরে  ঘুরে বেড়াই
ওরাও অবাক চোখে দেখে


হ্যাঁ রে মনটা একটু খুঁজে দিবি?
কখন যে পালিয়ে গেলো
কিছুই বলে যায় না
ফিরবে কখন?
তাও জানি না
চল দুজনে মিলে খুঁজি, যাবি?


হ্যাঁ রে গাঁ দেখেছিস কখনো?
দুধারে পুকুর মাঝে মেঠো পথ
সারি সারি তাল গাছ
ভগবানকে দেখছে
বট গাছও একটা ছিল
পাখিদের কিচির মিচির


হ্যাঁ রে চল একটু ঘুরে আসি?
যদি আসিস তো
শহর নদী গ্রাম পার হয়ে
যেখানে আকাশটা মিশেছে
ওই তো দেখা যায়
চাঁদটা মাটিতে


হ্যাঁ রে একটু হাতটা ধর তো
ও তুই তো ধরতে পারবি না
হাত তো তোর বাঁধা
আচ্ছা আমি ধরি
খুব সন্তর্পনে
জ্যোৎস্নাতেও ব্যাথা