চেয়েছিলাম তুমি দিনমনি মাথার ওপরে থেকো
তোমার রশ্মি শুভেচ্ছা হয়ে নামুক
কিন্তু হলো না
কখনো তুমি অস্তমিত, কখনো মেঘের তন্দ্রাহারা


চেয়েছিলাম তুমি জ্যোৎস্না অন্তরে জড়িয়ে রেখো
তোমার আলোয় পথ দর্শিত হবে
কিন্তু হলো না
কখনো তুমি মেঘে ঢাকা, কখনো যে গ্রহণের ধারা


চেয়েছিলাম তুমি ধ্রুবতারা জ্বলতে থাকো অবিরত
তোমার শ্রেষ্টত্ব তুমিই প্রমান করো
কিন্তু হলো না
রবির কিরণে যে তুমি নিষ্প্রভ তুমি তো হলে ম্লান


চেয়েছিলাম তুমি হিমালয় মাথা উঁচু করে দাঁড়িয়ে
দাও সবারে হুঙ্কার তোমার নিচেই রবে সব
কিন্তু হলো না
ক্রমাগত তোমার শিখর আরোহণে গর্ব যে খান খান


চেয়েছিলাম তুমি গঙ্গা তোমার তরঙ্গে বেজে উঠুক
নিস্প্রান হৃদয়ের প্রতিটি কোষে ঝংকার
কিন্তু হলো না
তোমার স্রোতস্বিনী পথে কত শত আবর্জনার বাহার


চেয়েছিলাম তুমি প্রেম দুলিয়ে দাও বসন্তের রঙ্গিনে
জাগুক এ হৃদয় তোমার সুর ও তালে  
কিন্তু হলো না
হৃদয়হীনার তরে পরাজয় এ হৃদয়ের ভালোবাসার