জীবন সৈকতের মসৃণতায় চাইব না কোনো ফুল
                  শুকিয়ে যদি যায়? যদি হয় কিছু অজানা ভুল
                                থাক না ফুল গাছেই


মিশকালো রাতে পথের এক সাথী যে জ্যোৎস্না
                  ঢাকা যদি পরে? ওগো মেঘ তুমি আর এসো না
                          থাক না জ্যোৎস্না রাতেই


শশী সঙ্গী রজনীতে অজস্র হিরোকোজ্জল তারা
                  মিলিয়ে যদি যায়? কেটে যাক ওই মেঘের ফারা
                           জ্বলুক তারা সহস্র রজনী  

টুকরো টুকরো সাদা মেঘ নীলাকাশের বুকে ভাসে
                  যদি বৃষ্টি হয়? কালোমেঘ আকাশে কেন আসে
                            হোক বাতাসের আগমনী


হেমন্তের ঊষায় ভরা শিশির বিন্দু সম মুক্তকণা
                  রবির ক্রোধে মেলায়, রবি তুমি উদয় হয়ো না  
                            জীবিত থাক রাশি রাশি মুক্ত


হৃদয় মাঝারে লুক্কায়িত নির্জনতায় এক মন
                  যদি পরশ না পায়? মন খুঁজে নাও আপনজন
                            হয়ো না কখনো হৃদয় রিক্ত