জ্যোৎস্নার পরশে পাগল হৃদয় নিশিদিন
                     তোমারে দেখিবারে বিধ্বংসী ক্ষুধা
জ্যোৎস্না স্নানে সিক্ত হৃদয়ের ব্যাকুলতা
                     অপেক্ষারত তোমারই মিলন সুধা
ভেসে যায় কল্পলোকে, সৃষ্টি হয় কল্পনার
                     তুমি, আমি আর আছে ভালোবাসা
বিধ্বংসী বাতাসে ছিন্ন ভিন্ন কল্পনার জগৎ  
                     তুমি নেই, হৃদয়ে যে চন্দ্রগ্রহণ দশা
অস্তগামী দিবাকরে সুদূর রক্তিম আকাশ
                     অস্পষ্ট দিগন্ত রেখা গোধূলি বেলার
চন্দ্র প্রকট,  আবার জ্যোৎস্নাস্নাত রজনী
                     জ্বালিবারে হৃদয়ে যে প্রদীপশিখার
দুঃখবিলাসী নই তবু বিরহে অবচেতন
                     হৃদয়ে রহে ভরে থাকা রঙিন ফুল
সঙ্গীহীন যন্ত্রণার যাত্রা বয়ে চলে একাকী
                    মৃত্যু যন্ত্রণার শেষ, শেষ সব ভুল