অস্পষ্ট কুয়াশার খেলা ওপার দিগন্তের
         কেমনে হবে বিস্তীর্ণ নদী পারাপার  
                  মাঝি তোমার খেয়া কোথায় গো


মনের ইচ্ছা অজানাকে জানিবার তরে
        জেনেও যদি হয় মৃত্যুরে আলিঙ্গন
                  মাঝি তুমি খেয়া আনো ঘাটে


সাধ জেগে আছে অচেনারে চিনিবারে
        কোনো বাধাই আর বাধিবে না মোরে
                  মাঝি তুমি খেয়া ভাসাও জলে  


এপার তো জরাজীর্ণ ওপার কি পরিপূর্ণ?
        ওপার যে হাতছানি দিয়ে ডাকে আমায়
                  খেয়া মোরে ভাসায়ে নিয়ে চলো  


খেয়া তুমিই সেতু দুপারের মহান মিলনে
        নীরব সাক্ষী তুমি মিলনের ইতিহাসে
                  যদি না জলস্রোতে খেয়া ডুবে যায়