ঝিনুক
তোমার চাউনিতে মিষ্টি সকাল মিষ্টি সন্ধ্যা
রজনীর জোনাকির হাজার আলোও ম্লান
তারারাও ঘোরে পথহীন


ঝিনুক
তোমার দীপ্ত চলনে স্তব্ধ বিহঙ্গের উড়ান
বাঁকা গ্রীবায় দেখার একাগ্রতা সে যে যায়
আমার চলাও লক্ষ্যহীন


ঝিনুক
তোমার মধুর বলনে হারায় যে সব গুঞ্জন
ভোমরাও ভোলে তাঁর সুর প্রেয়সীর তরে
মোর শুন্য হৃদয়ে ঝংকার


ঝিনুক
তোমার স্নিগ্ধ কোমল টোল পরা হাসিতে
প্রস্ফুটিত কমলও অকালে ঝরা পুষ্প সম
মোর হৃদয়ের অলংকার


ঝিনুক
পথ হারা পথিকও তোমারই পথের পাথেয়
চন্দ্রকিরণও থমকে তাঁর আলোয় চমকিত  
আলোকিত মোর হৃদয়


ঝিনুক
পত্রবিন্যাসের হেমন্তের ঝরা পাতা আমি
শুস্ক পত্রের অমিতেও যে রয়েছো তুমি
যতদিন না মাটিতে মিলায়