বন্ধনের বস্তূ তুমি হৃদয় জুড়ে থাকো
                 হৃদয়ে পৌঁছে তুমি অদৃশ্য স্পর্শ আঁকো
তোমায় ছাড়া হয় না তো পুজো সমাপন
                 দেবদেবীরা ব্যাকুল যে তোমারে আলিজ্ঞন
মরণেও বার্তা থাকে তোমার গভীর স্পর্শে
                 নেতাদেরও গলায় তুমি বিপুল ধ্বনি হর্ষে
শৈশবেরও নামকরণে তুমি আছো গলে
                 বাঙালিদের এক কথায় অন্নপ্রাশন বলে
তুমি ছাড়া অসম্পুর্ন্য দু হাতের পরিণয়
                 নামী দামী সব ফুলই তোমার মাঝে রয়      
তুমি ছাড়া অচল জগৎ জোড়ে না যে জ্বালা
                 তুমি তো সবারই প্রিয় অতি আদরের মালা