দেখেছি কত সার্থক ভালোবাসা
           আজ তারা সাফল্যের চূড়ায়
                    ভগবানের আশীর্বাদ ঝরে পরে


দেখেছি কত ব্যর্থ ভালোবাসা
           আজ তারা খরচের খাতায়  
                    ফুলের মালা তাঁদের তরে


দেখেছি কত শান্ত ঝড়ের হানা
           ধুলায় তো মেটায় নি ঘর বাড়ি
                    স্নিগ্ধ শীতল বাতাস বহে আনা  


দেখেছি কত অশান্ত ঝড়ের দাপট
            ধূলিস্যাৎ হয়েছে কত শান্ত নীড়
                    আকাশপানে শকুনের আনাগোনা


দেখেছি কত সাধারণ মানুষ
            শান্তি নীড়ের বাসা বাঁধে
                     ভালোবাসায় বেঁধেছে ঘর


দেখেছি কত অসাধারণ মানুষ
            খুঁজে ফেরে ভালোবাসার খোঁজ
                     আপনও তো হয়ে গেছে পর