ভেবে যাই শুধু -
কেমনে জানাই তাঁদের অভিবাদন
                যাঁরা ফোটায় মোদের মনের কানন
কোথাও বা কাঠ ফাটা রোদে দাঁড়ায়ে
                মোদের ঘরের শান্তি দিয়েছে ফিরায়ে
কোথাও ঠান্ডায় জমে যাওয়া তুষারপাত  
                তবুও তাঁরা মোদের পাহারাতে দিন রাত
রয়েছি মোরা সুখ শান্তির আবরণে মোরা
                তার পেছনে অবদান শুধু, শুধুই যে ওরা
বন্যা, আগুন আরো যত প্রকৃতির আছে খেদ
                তারাই তো আসে আগে না করে ভেদাভেদ  
দেশমাতার রক্ষণে শপথ রাখে আমরণ
                আমরা তো ঘরের কোনে সামলে ধন-জন
তাঁদের তরে করেনি কিছুই মোরা ভারতবাসী
                কষ্টে তাঁদের দিনপাত মোদের ঘরে হাসি
কোনো প্রশংসাই যথেষ্ট নয় তারা যে সৈনিক
                খবরে প্রকাশ কত রয়েছে বলিদান দৈনিক
তোমরাই তো সবার আগে নেই কোনো নাম
                 সৈনিক তব চরণে মোর শত কোটি প্রণাম