জীবনের অধ্যায়ের শুরুটা
আনন্দ খুশি আবেগের মিশ্রণ
অধ্যায়ের সমাপ্তি নিয়ে ভাবনা কম
কেটে তো যাক এ জীবন


                       আগেই যদি পরে ফেলা যায়
                       অধ্যায়ের শেষ পাতার লেখা
                       হয়তো বা হতেও পারে হিসাব
                       যা কপালের লিখনে থাকে না লেখা


শেষ হাঁটা কবেই হয়েছে বাঁধা
দেহ বিছানায় সাথে লেগে থাকা
মানুষের শেষ খাদ্য এক চামচ জল
শেষ ইচ্ছা প্রিয়জনের সাথে থাকা


                        শেষ কাজ সব কিছু রেখে যাওয়া
                        শেষ ভুল চোখের জলে ভাসা
                        শেষ খেলা ভালো থাকার চেষ্টা
                        শেষ অভিনয় বেঁচে থাকার আশা


শেষ কথা যদি বলা যেতে পারে
"আমার আর সময় নাই"
শেষ যন্ত্রনা যা প্রকাশিত হয় না
সেটা শুধু শ্বাস কষ্ট টাই


                         শেষ শিক্ষার পাঠ স্রষ্টাই সব
                         আমি বলে কিছু হয় না
                         শেষ সুখ বিভোরে চিরনিদ্রা
                         যা আর কখনো ভাঙবে না


নিয়তির শেষের শুরু বস্ত্রটাই
এসে যায় সাদা থান
কথা শোনার প্রয়োজন শেষ
তুলোয় গোঁজা তাই কান


                           হয়ে গেলো শেষ পরিচয় আজ
                           ফুল-মালায় সে যে মৃতদেহ
                           শ্মশান ঘাটই শেষ ঠিকানা
                           সাথ দেবে না তো কেহ  


ঘোষণা শেষ নাম সে স্বর্গীয়
ছবি হয়ে যাবে আগামীকাল
নমঃ নমঃ নমঃ এ জন্ম শেষ
মহাশুন্যের পথে অনাদিকাল