হ্যা গো ভালো আছি
    শুধু অসুবিধা বলতে দুরেরটা কম দেখি
         সামনেরটাও কখনও সখনও দেয় ফাঁকি
এমনিতে ভালো আছি


আরে না না, ভালো আছি
     কখনও কানে শুনি কম, এটা একটা জ্বালা
          তা বলে তোমার ডাক হয় নাকি অবহেলা
হ্যা গো ভালো আছি


এমনিতে ভালো আছি
     মনে আছে সেই পুরানো কোমরের ব্যাথা?
           তখন মনে পরে যায় তোমার কত কথা
আরে না না, ভালো আছি


খুবই ভালো আছি, রক্তচাপ?
     উপরেরটা শ পেরিয়ে নিচেরটা ষাটের ঘরে
           মাথাটা মাঝে মাঝে একটু আধটু ঘোরে
এমনিতে ভালো আছি


ভেবো না গো, ভালো আছি
     রক্তে চিনি পরিমান একটুখানি বেশি
           নিয়ম করে দুটি বেলা কিছুটা হেঁটে আসি
খুবই ভালো আছি


ভালো আছি, ভালো আছি
     একটু কষ্ট হয় যখন হাতটা করে ঝিনঝিন
           আরো কিছু কিছু কষ্টে বুকটা করে চিনচিন
ভেবো না গো, ভালো আছি


হ্যা রে বাবা ভালো আছি
     সেই এক রাতে মাথাটা একটু গেলো হেলে
           ধরতে গেলে দেওয়ালটাও দিলো ঠেলে
আরে ভালো আছি ভালো আছি


মনে হলো ভালোই আছি
     পরদিন প্রাতে: জেগে উঠে দেখি
           ফুল সাজানো খাতে চলেছি কোথায় একি?
হ্যা রে বাবা ভালো আছি


বা: খুব ভালো আছি
     হঠাৎ জ্বলে আগুন সেথা তাপ তো লাগে না
           চিত্ত আমার খুশি খুশি মন্দ লাগে না
সত্যি কথা ভালো আছি


ভালো, বেশ ভালো আছি
    খুদা-তৃষ্ণা নেই হেথায় নেই তো কিছুর মানা
           মনটা তো হারিয়ে গেছে কেও দেবে না হানা
বা: খুব ভালো আছি