চশমা টা টেবিলে
চাদর টা জড়িয়ে
            চেয়ারের হাতল শক্ত করে ধরি
লাইট টা নিবিয়ে
নিস্তব্ধতা ডিঙিয়ে
           টিক টিক কড়া নাড়ে ঘড়ি


শীত কন কন ঠান্ডা হাওয়া
তবু জানালার পাল্লা খোলা
           অনুভূতি মন চটকায়
অতীতের পাওয়া নাপাওয়া
ভালবাসা বার্ধক্যের ভেলা
            দেখি কুয়াশা ঢাকা রাস্তায়


লাগানো গাছের চারা
মহীরুহ হয়ে বেড়ে ওঠা
           ঢেকেছে পূর্ণিমা আলো
জং ধরা খাঁচা
গোল গোল ঘোরা
           আজ ও সিলিং এ ঝোলানো


সাদা কাগজের ভাঁজ
এ হৃদয়ের সাজ
           মিশে গেছে দোয়াতের কালিতে
পকেটের কলম আজ
ভুলেছে আপন লাজ
            গড়া গড়ি খায় কাগজে


হটাত চিত্কারে ফেটে পড়ে
উন্মাদ হয়ে ছোটে
           কেঁদে ওঠে হৃদয়ের স্পন্দনে
চ্যাপ চ্যাপ ঘামে
চাদরটা সরিয়ে
            মেলে ধরে কন কন শীতে


নিস্তব্ধতা জাগায়
ঘুম ধরায় ঘুম ভাঙায়
           আশা জ্বালে প্রাণে
জানি শাশ্বত ভাষায়
এ সময়ের আশায়
          লেখা রবে কবিতা তোমাকে