যে হৃদয় উড়ত ভেসে  
আপন খুশি মেজাজ নিয়ে
আজকে হঠাত থমকে গেলো
ভলোবাসার তীরে এসে  


যে সময়ের সস্তা দামে  
উড়ত ক্ষনিক পাখনা মেলে
সেই সময়ের দোহাই দিয়ে
ক্ষনিক এখন তোমার বেশে  


ছিলাম আমি বিশাল নিয়ে
নীল সমুদ্রের বক্ষপেতে
এখন আমি আছড়ে পড়ি
ভালোবাসার তীরে এসে


কেন-ই আকাশ মিলতে এলে
দিগন্ত ওই স্পর্শ জুড়ে
পানসি মেঘের ছাউনি দিয়ে
কাল বৈশাখী ঝড় টি দিলে


ভালোবাসার মনের পাখী
অবুঝ ভাসা কেন-ই পেলে
জেনেও যেদিন হারাবে সেদিন
ভালোবাসার তীরে এসে


পাখীর ডাকে ঘুমিয়ে পড়ি
তোমার ডাকে জেগে
তোমার কথা ভেবে ভেবে
আজ সূর্য্য গেছে ডুবে


বিকেল বেলা গন্ধ ছাড়ে
ভোরের বাসি ফুল
সন্ধ্যে বেলাই আভাস ছাড়ে
ভোরের তাজা ফুল


এমন করে কাটছে জীবন
হৃদয় গেছে থেমে
সকাল সন্ধ্যে পূর্ন গ্রহন
ভালোবাসার তীরে এসে


হয়তো যেদিন বুঝবে তুমি
আসবে নদী ধরে
লিবার্টি হয়ে থাকবে সেদিন
ভালোবাসার তীরে I