আমি শ্রমিক


জানো কি তোমরা ক্রীতদাস প্রথা
শুনেছ ইতিহাস গল্পে ?
কালের নিয়মে ঘুরছে চাকা
পরিবর্তন শুধু অর্থে ।
বেঁচে আছে আজও সেই ঘৃণ্য প্রথা
তবে পালটে নিয়েছে রূপ  
ব্যাথা বেদনা একই রয়ে গেছে
সেই আজও তারা চুপ ।
পালটে গিয়েছে ধর্ম তাদের
নেই তারা আর দাস
নতুন নামের পদবি জুড়েছে
তবু ঘোচেনি কারাবাস ।
দুঃখ- বেদনা,ব্যাথা- লাঞ্ছনা
আছে আজও স্বাভাবিক
নিঃস্ব,রিক্ত , অসহায়-এ বাঁচা
আমি শ্রমিক ।
আমি শ্রমিক, আমি গর্বিত
মহামরিতেও হই নি ভীত
হাটেছি হাজারো পথ।
সভ্যতার কল আমরাই চালাই
তবুও জোটেনি রথ।
শূন্য হয়েছে খাদ্য পানীয়, হারিয়েছি যে কত হুস
উদ্দেশ্য শুধু ঘরে ফেরা ছিল,ঐটুকুতেই খুশ।
কাশ্মীর থেকে কন্যাকুমারী, বাদ যায় নি কোনো পথ
সবার চোখেই ভাসছিল আবেগ,আর বাড়ি ফেরার শপথ।
ভবিষ্যত আর ছিল না মোদের, অফুরন্ত পথে
‘পা’ গুলো সব মলিন ছিলো রক্ত ভেজা ক্ষতে।
নির্দয় পথগুলি কি যে ভয়ংকর, নেই তার কোনো ভাষা
হারিয়েছি কত মাতৃ-পিতৃ আর অপত্যের ভালোবাসা।
বলতে পারো আমাদেরই কেন দিতে হয় বলিদান?
ওপরে থাকা বিশ্ব-বিধাতাও কি এমনি বিচার চান!
এত করেছি দশের জন্য উন্নত করতে দেশ
পরবাসীদের নাকি বিমান জোটে,ভাবতে লাগে বেশ।
আমরা গরিব,ক্ষমতাহীন,আবর্জনা তুল্য
দেশের কারিগর নাম আমাদের,জানো কি আমাদের মূল্য?
অবহেলা ছলে, চোখের জলে,নিচ্ছি মোরা বিদায়
দেখবো তবে,নতুন করে আশা কারা জাগায়?
নতুন সূর্য উঠবে আবার,ভাসবে চারি দিক
আসবো তখন আবার মনে,আমি শ্রমিক।


                     --------------------------- সুমন পাল