দুঃসময়



সময় আসে যায় সময় পাল্টায় সময় পরিবর্তনশীল
মহাবিশ্বে এই যা সত্য বাকি সব মরণশীল ।
গড়লে  ভাঙবে ,ভাঙলে গড়বে, চলবে প্রকৃতির পরিহাস
কিছুটা সত্য, কিছুটা বিশ্বাস, বাকি অতীতের ইতিহাস ।
জননী পৃথিবী  অতীব সুন্দরী ,অতি মায়াময়ী ,সত্যিই রহস্যময়
কালের নিয়মে ঘুরছে  চাকা ব্যাতিক্রমী সেও নয় ।
চলসহিল বেশ কাটছিলো সময় গতিমান  ছন্দের আবহে
কি জানি কি হলো সব থেমে গেলো দুঃসময়ের  নজরে ।
কত যে সৃষ্টি, কত যে নজির, সবই যে রুগ্ন প্রায়
ম্লান পৃথিবীর করুন দশায় প্রশ্ন ওঠে উন্নত জাতি মানুষের ভূমিকায় ।
কিছুটা না জেনে, কিছুটা না মেনে ,বাকিটা অজানা ভাবে
উন্নতরা কেবল স্বার্থ খোঁজে ভবিষ্যৎ না ভেবে।
উন্নতি গতি গতিই ,উন্নতি এই কি চরম সত্য !
উন্নতি নামের ধ্বংস  দানবে ধ্বংস প্রকৃতি পথ্য।
বিজ্ঞান আলো, বিজ্ঞান  ভালো ,বিজ্ঞান কী সব ?
অন্দ্ধ তারা বোঝেনা যারা সচেতনতার কলরব।
প্রকৃতি রোষে ব্যক্তি দোষে আজ সবাই গৃহবন্দি
ব্যার্থ বিজ্ঞান, স্তব্ধ উন্নয়ন ,খাটল না কোনো ফন্দি।
চাই যেদিকেই বন্ধ দুয়ার, স্তব্ধ জীবন চিরহাহাকার
পায় নি রেহাই কোনো নীতি বের জলের কোনো আকার ।
কেউ বা ব্যাস্ত লড়তে জীবন, কেউ বা খুঁজতে স্বার্থ
কেউ বা খোরাক জুগিয়ে নিয়েছে ,কেউ হয়েছে ব্যার্থ।
নির্দয় তারা দুঃসময়ে যারা পরিপূর্ণ ক্ষমতা গুণে
প্রতারিত তারা, ভাগ্যহারা ,শুধুমাত্র কপাল গুনে ।
কেউ জানে না ,কেউ চেনে না ,কেউ রাখে না খবর
বিচিত্র সভ্যতার বিচিত্র নিয়মে এদেরই জোটে কবর।
উন্নত আমরা,শিক্ষিত আমরা, সবই যে প্রদর্শনী
শ্রেষ্ঠত্ব আর অহংকারে ছেয়ে গেছে আবরণী ।
সময় এসেছে উঠে দাঁড়াবার ,জাতির  স্বার্থে কিছুটা ভাবার
পরনির্ভর আর না থাকার, মনুষ্যত্ব কে জাগিয়া তোলার ।
দেশ যে আমার রুগ্নপ্রাই মহামারী অর্থে
চলো লড়া যাক একটা লড়াই মানব জাতির স্বার্থে।
গর্ব করো তুমি ভারতবাসী, ভারত তোমার দেশ
সংকটকালে সব বাধা ভুলে ঘটেছে ঐক্যের সমাবেশ।
মানুষই জানে, মানুষই পারে, মানুষের হাতেই সব
চেষ্টা করলেই নিশ্চই পারবে ঘোচাতে মহামারী রব।
আশা থাকবে , ভাষা থাকবে ,খুঁজব মুক্তির পথ
নতুন সূর্য একসাথে দেখবো এই হোক শপথ।
মানব অর্থে, জাতির স্বার্থে আনতে হবে জয়
সকলের প্রয়াসে মানব বলে কাটবে দুঃসময়।


                   --------------সুমন পাল