ফেলে আসা দিন


ফেলে আসা দিন মনে ছেড়ে  যাওয়া নয়
অতীতের কিছু দিন নিয়ে বেঁচে থাকাও  হয় ।
সবারই জীবনে থাকে এমন কিছু গল্প
যেসব স্মৃতি মনে  করায় পুরোনো দিন গুলি অল্প।
অনেকের মতো আমারও প্রিয় স্কুল জীবনের দিনগুলো
আছে কি তোমাদের কারো মনে নাকি ভুলে গেছো সবগুলো?
জানতাম যদি স্কুল জীবনে এত জড়াবে স্মৃতি
হয়তো হতাম আরো স্কুলমুখী পাল্টে কিছু রীতি ।
মনে পড়ে কারো প্রথম দিনের প্রেয়ার লাইনের কথা
সেদিন সবার প্রথম ছিল ,হয়েছিল প্রথম দেখা ।
জন গণ বলে সপ্তম সুরে শুরু হতো হতো গান গাওয়া
জয় হিন্দ বলে চোখের নিমিষে লাইন ভেঙে ক্লাসে যাওয়া ।
ঘরে ঢুকেই নতুন জগৎ সবাই আপন চিত্তে মত্ত্ব
বন্ধু খোজার নতুন নেশায় হেরে গেছিলো একাকিত্ব।
শুরু হলো এক নতুন অধ্যায় নাম তার বন্ধুত্ব
শিখিনি আমরা জাতিভেদ কি ,কাকে বলে অচ্ছুত ।
সময় লেগেছে দিন গিয়েছে গিয়েছি সবাই মিশে
বুঝে গেছিলাম আমরা সবাই কার আগ্রহ কীসে।
অনেকেই ছিল বিদ্যাসাগর,কেউ বা এম.এস.ধোনি
কেউ বা আবার  মন মর্জির আপন গুনেতে গুণী।


আপন খেয়ালে হয়েছি বড়ো ছিল না কোনো বাধা
পরিচয় আমাদের একে ছিল বর্ম ছিল নীল সাদা ।
এমন করেই কাটলো সময় বছর কয়েক পার
আরো মিশে গেলাম স্কুল জীবনে স্মৃতিতে জড়াতে সবার।
মনে আছে আজও সেই করিডোর ক্লাস এইটের পাশে
ফুটবল র ক্রিকেট খেলা চলতো অনায়াসে।
হোক না সরু  সেই করিডোর তাও ছিল ভিড়ে ঠাসা
এক নিমিষে গায়েব হোতামত  দেখলে  স্যার এর আসা।
মনে আছো কারো সেই গেটম্যান, কাজল ছিল যার নাম
হাবেভাবে সে প্রিন্সিপালই ছিল , ছাত্র ঠোঙানোই ছিল কাম।
আছে আজও সেই আম গাছ সাইকেল স্ট্যান্ড পাশে
ঘন্টার পর ঘন্টা কেটেছে তার নীচেতে বসে ।
কত জনেরই যে ফেটেছে মাথা, কত যে খেয়েছি মার
আমের লোভে থামেনি কখনো রীতি টা ঢিল ছোড়ার।
গনীতে আমরা ভালোই ছিলাম ,করতাম যোগ-ভাগ
সকলের চাহিদার একটা রুটি দশ ভাগে হতো ভাগ ।
মিড -ডে মিলের ডাল আলু ভাজা এখনো স্মৃতিতে ভাসে
খেতাম সবাই এক লাইনে, আসন করে বসে ।
স্পোর্টস ফাংশন আর যাই হোক আগ্রহ ছিল না নাচে গানে
চির অপেক্ষার অবসান হতো টিফিনের আগমনে ।
স্কুলের মাঠ টা কি অক্ষত আছে? হয় না অনেকদিন দেখা
হয়তো তারও দুঃখ জমেছে ,থাকতে চায় না একা।


ঘটতো কত ঝগড়া হাজার একটাই বল নিয়ে
বল তো আজ আনতেই পারি, কিন্তু খলবে কে তা দিয়ে ?
পূর্ব দিকের বাউন্ডারির  গাছেদের সেই ছায়া ভরা তলা
স্মরণ নিলে তাদের নীচে জুড়াত সব জ্বালা।
মেঘ জমলেই আকাশের কোনে এখনো জাগে আনন্দ
ঝোড়ো বৃষ্টিতে ভিজে আসা হতো ভুলে সব দ্বিধা দ্বন্দ্ব।
নৌকো কত ভাসিয়াছি জলে ,তারা কি পেয়েছে নদী?
আগলে রাখতাম দিনগুলো কে ফিরে আসতে যদি ।
ছুটির পরে সেই বেল বাজিয়ে দলবেঁধে বাড়ি যাওয়া
বেলের শব্দ তো আজ ও কানে আসে তবু ভ্রম বলে মেনও নেওয়া ।
স্যারের বকুনি আজও কানে বাজে ,মনে পড়ে কান ধরা
মাথা নিচু করে হাসতে থাকা ,আমরা কিছু বন্ধুরা ।
স্মৃতি তো আরো রয়েছে অনেক , বলা যাবে না সবগুলি
আবেগ গুলি কে রূপ দিতে চাই অফুরন্ত কালি।
দিনগুলি সব হারিয়ে গেছে, ব্যক্তি ব্যাস্ততায় লীন
স্মৃতির আধারে অমর থাকবে, ফেলে আসা কিছু দিন ।


                  
                              …………………………….…………….সুমন পাল