সেদিন বিকেলে
ক্লান্ত সূর্যটা ধীরে ধীরে
ঢলে পড়ছিল পশ্চিম আকাশে,
গোধূলির আকাশে
ডানামেলে পাখিরা শেষ ডাক দিয়ে
ফিরে যাচ্ছিল নিজের বাসায়।
তোমার ওই
চোখের ভেজা পাতার দিকে
তাকিয়ে মনটা বিষন্নতায় ভরে গেল,
চেপে রাখা
অনেক কষ্ট গোধূলির আলোকে
আশ্রয় করে বেরিয়ে এসেছে নিঃশব্দে।
জমাট বাঁধা
কষ্টগুলো কখন যে নিজের অজান্তে
তোমার চোখের পলক ভিজিয়েছিল,
খেয়াল করোনি
হয়তো, নানা কাজের ব্যস্ততায়;
জানি তোমার কাছে আমার আপরাধ কখনো বড়ো নয়।
চোখের ভেজা
পলকখানি, গোধূলির শেষ আলো,
পাখির গেয়ে যাওয়া গানের সুরে
বুঝিয়ে দিল
বিষন্নতায় ভরে যাওয়া মন
অস্ফুট স্বরে বলে গেল কতটা অপদার্থ আমি।


তাকিখঃ-১০/৫/২০১৪


পারিবারিক কারনে মায়ের চোখে জল দেখতে হয়েছিল নিরুপায় ভাবে, সেই কষ্টকেই শব্দে প্রকাশ করেছি।যারা পড়ছেন তাদেরকে অনেক ধন্যবাদ।