আমার সাথে তার
দেখা হয়েছিল,
যখন সূর্য শেষ আলোটুকু
পৃথিবীর জীবকুলকে দান করে,
মিলিয়ে যাচ্ছিল
দিগন্ত রেখার শেষপ্রান্তে,
শ্রাবনের একপশলা বৃষ্টি
সঙ্গী ছিল আমাদের,
আমার সাথে তার
দেখা হয়েছিল,
যখন কাশ ফুলের বনের ধারে
রং বেরঙের প্রজাতিরা ,
নানান খেলা দেখাত
ফুলের দলে মিশে,
অবশেষে গোধূলী বেলার আলোয়
পথের ধারে ভাঙা দেওয়ালের পাশে,
যখন মিলিয়ে যাচ্ছিল
তার ছায়া হালকা আলোয়,
শ্রাবণের একপশলা বৃষ্টি
সঙ্গী ছিল আমার,
আর দেখা হয়না
তার সাথে আমার,
তার উষ্ম হাতের স্পর্শ পাইনা
আমার হাতের তালুতে,
হয়তো সে হারিয়ে গেছে
নাম নাজানা মরুসাহারাতে।
তাং ২/১২/২০১৪