(১)
মাঝে মাঝে
পুরানো দিনগুলো
ডাক দিয়ে যায়,
বলে তারা
তুমি কি হারিয়েছ আমায়?
নাকি মনের কোনো
কুঠুরিতে রেখেছ করে বন্দি?
কখনো তারা
হাসতে আসে
আমার খুসিতে যোগদিয়ে,
আবার কখনো
বিষাদ মাখানো
ঝোড়ো বাতাস টোকা দেয়
মনের দুয়ারে নানা ছন্দে।
            (২)
সন্ধ্যে বেলায়
প্রদীপ সাজিয়ে
জ্বালালো কেউ মন দিয়ে,
শুকনো বাতাস
তুললো ঝোড়
আঁধার নামালো মন্দিরে।
চেনা বাঁশবন
আজ হারালো কোথায়?
পূর্ণিমা চাঁদ
কতো পাখি
মিলত সেথায়।
পুরানো দিনের
হারানো সুর
অনেক যতনে রেখেছি মনেতে,
মিলবেনা আর
হারিয়ে গেছে যা অনেক দূর।


তারিখঃ-২৪/৫/২০১৪