সেই তো যাবি
শূন্য খাঁচা ফেলে,
তবে কেন বাঁধলি
মিছে মায়ার মোহে?
তবে কেন বাড়িয়েছিলি
নিজের হাতদুখানি আগে,
ভালোবাসার প্রদীপ খানি
জ্বালিয়েছিলি আমার মনে?
সেই তো যাবি
শূন্য খাঁচা ফেলে,
তবে কেন দেখিয়েছিলি
স্বপ্ন দুচোখ ভরে?
কেন তবে হেঁটেছিলি
নিঃসঙ্গতায় হাত ধরে,
মনের দুঃখ চেপে রেখে
ছাড়লি আমায় একেলা করে?
সেই তো যাবি
শূন্য খাঁচা ফেলে,
কি আর হবে বৃথা চেষ্টায়
আগল দিয়ে বেঁধে?
দিনের আলো শুকিয়ে
যখন সন্ধ্যা আসে নেমে,
শূন্য খাঁচা পড়ে রয়
আগল ভাঙা হালে।
বৃথাই আমি প্রশ্ন সাজাই
ভাঙা আগল কোলে করে,
গানের সুর ভাসবেনা
আর মনের দুয়ার ঘরে।