জানো,
খুব কষ্ট হচ্ছে তাই বলছি
একটু ভালোবাসা দেখালে কই,
হৃদয় কাঁদে তো কাঁদুক না
চোখের জল পড়ে তো পড়ুক না,
না হয় একটু বালিশের কোন ভিজবে
আর তো বেশি কিছু না।
কষ্ট গুলো গুমরে মরছে
তোমার একটু ছোঁয়ার লোভে,
হৃদয়টাকে দুমড়ে মুচড়ে
টুকরো টুকরো করে দেবে,
চোখের জল নাইবা থামলো
না হয় গোটা বালিশ ভিজে যাবে
আর তো বেশি কিছু না।
জানো,
খুব কষ্ট হচ্ছে তাই বলছি
একটু ভালোবাসা দেখালে কই,
আমার চাওয়া যে খুব দূর্লভ
হোক না তা যতই কম দামী,
একটু সময় নাইবা পেলাম
কয়েকটা পাতা শুকোলেই বা,
হাওয়ার স্রোতে ভর করে ভেসে যাবে
আর তো বেশি কিছু না।
জানো,
খুব কষ্ট হচ্ছে তাই বলছি
একটু ভালোবাসা দেখালে কই,
তোমার বাগান অনেক দামী
আমি একাই শুধু কম দামী,
নাইবা দিলে জল আমায়
নাইবা তাকালে আমার শুকনো পাতায়,
হারিয়ে যাবো শুকোতে শুকোতে
আর তো বেশি কিছু না।
জানো,
খুব কষ্ট হচ্ছে তাই বলছি
শুকনো পাতার গাছের দিকে
তুমি যে তাকালে না,
যাবার বেলায় শেষ কটা কথা
তুমিও শুনলে না,
নাইবা শুনলে শব্দ আমার
না হয় বন্ধ হবে গলা,
তোমায় চিৎকার করে ডাকতে পারব না
আর তো বেশি কিছু না।


তারিখঃ ১৫.০৪.২০২০