নাইবা রইলে
আমার সাথে
থাকো অনেক দূরে,
আমি তো বেশ ভাবতে পারি
বাতাস হয়
রয়েছ তুমি,
আমার আশে পাশে।
নাইবা এলে
দরজা দিয়ে
থাকো অনেক দূরে,
আমি তো বেশ ভাবতে পারি
আলোর মতো
জ্যোৎস্না হয়,
এলে জানালা দিয়ে।
নাইবা দিলে
সাড়া আমায়
থাকো চুপটি করে,
আমি তো বেশ ভাবতে পারি
ভোরের হাওয়ায়
পাখির গানে,
তুমি প্রতিদিনই ডাকো।
নাইবা দিলে
ধরা আমায়
থাকো অধরা হয়ে,
আমি তো বেশ ভাবতে পারি
ফুলের দলে
মিষ্টি হেসে
চাউ তুমি ধরা দিতে।
নাইবা রইলে
ধরা বাঁধায়
থাকো সবার সাথে,
আমি তো বেশ ভাবতে পারি
ফুলের দল
চাঁদের আলো,
পাখির গান
মিষ্টি বাতাস
আছে;সবাই আমার মনে।