পাস্ট , প্রেজেন্ট , ফিউচার
সময়কে করো ব্যবহার,
স্মৃতি শক্তি আছে যার, (যাহার)
উচ্চস্থান শুধুই তাহার।
এ জগৎ শুধুই স্বপ্ন,
জীবনকে করে তোলে বিপন্ন।
অতীত আমাদের আনন্দ,
ভবিষ্যৎ আমাদের ভয়।
সাবধানে না চললে বলো,
বিপদে পড়তে হয়।
বর্তমানে যদি কিছু করো সঞ্চয়,
ভবিষ্যতে করবে তুমি দুঃখকে জয়।
দুঃখ বিনা সুখ যদি চাও তুমি মনে
উন্নতি হবেনা তোমার  বৃথা এ জীবনে।
বিধাতা জন্ম দিলেই হয় না মানুষ,
তার যদি না থাকে মান আর হুশ।
নিজেকে যদি প্রশ্ন করো আমি পারবো কী?
চেস্টা করলে তুমি ই  হবে তোমার জীবনের চাবি।
বন্ধ নয় কাল এটা ভালো ভাবেই জানো,
অনুরোধ করছি সময়কে যথাযথো মানো ।
টাইমকে যে সময় মতো করবেনা ইউজ ,
লাইফটা তার হয়ে যাবে বাল্বের ফিউজ।


note:-  কবিতাটি লিখেছেন -----জয়ন্ত মাহাত