আজ ৩ রা বৈশাখ।
চৈত্রের হিমেল হাওয়া
ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে,
পৃথিবীর উপর আছড়ে পড়া
সূর্যের বর্দ্ধিষ্ণু উত্তাপে।


আজ ৩ রা বৈশাখ।
তুমি এলে হারিয়ে যাওয়া
চৈত্রের হিমেল হাওয়া
কোমল হাতে বুলিয়ে দিতে,
সূর্যের সমস্ত উত্তাপ
তোমার মিষ্টি কোমল হাসির
ছোঁয়ায় মিলিয়ে দিতে।


আজ ৩ রা বৈশাখ।
প্রকৃতির চারিদিক রুক্ষ
মাঠের সবুজ আভা মিলিয়ে যাচ্ছে,
আশে পাশের বায়ু পুড়িয়ে দিচ্ছে
সূর্যের বর্দ্ধিষ্ণু উত্তাপে।


আজ ৩রা বৈশাখ।
তুমি এলে রুক্ষ মাঠে
নির্জীব প্রানে বাঁচার আশা জাগাতে,
উত্তপ্ত বায়ুকে তোমার ছোঁয়ায়
মলিন কোমল করে দিতে।


আজ ৩ রা বৈশাখ।
বৃদ্ধ চোখে ঝাপসা দৃষ্টি
দেখার শক্তি খুইয়ে বসেছে,
মনের গভীরে স্পন্দন শুধু কাঁদে
রুক্ষ বায়ুর দাপটে।


আজ ৩ রা বৈশাখ।
তুলি এলে তোমার কোমলতা
দিয়ে চোখের জল মোছাতে,
তুমি এসেছিলে আজ
মায়ের কোল আলো করে
এই ধরা তলে।


তারিখঃ ১৬.০৪.২০২০